01756-292250
দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে সরকারের অঙ্গীকারের পঠভূমিতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় ও বেসরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবী। ২০১১ সালের নভেম্বরে ডোরস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব ইন্জিনিয়ার মোꓽ জাকির হোসেন এর আর্থিক বিনিয়োগ READ MORE |
![]() |
|
||
![]() |
|
২০১৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ডোরস বিদ্যালয় নামে মাধ্যমিক পর্যায় শুরু করা হয়। ২০১৬ সালে ষষ্ঠ শ্রেণিসহ মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ১২০ জন। ২০১৭ সালে সপ্তম শ্রেণি এভাবে পর্যায়ক্রমে ২০১৮ সালে অষ্টম শ্রেণি শুরু করে ১১জন শিক্ষার্থী ২০২১ সালের এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহন করে। ৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ প্রাপ্ত হয়। ২০২৩ সালের বিদ্যালয় ভর্তি রেজিষ্টার অনুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০০। নিয়মিত শিক্ষক সংখ্যা ১৬ জন, গেস্ট শিক্ষক ৩ জন, অফিস সহকারি ১ জন এবং অফিস সহায়ক ১ জন।
জমি (sq/ft) | তথ্য কেন্দ্র | পাঠ্যধারাগুলি | বিভাগসমূহ | শিক্ষকরা | অফিসিয়াল স্টাফ | শিক্ষার্থী |
---|---|---|---|---|---|---|
প্রাথমিক পর্যায়ে পরিপূর্ণ জ্ঞানের আলো শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের ব্যাক্তিগত উদ্যোগে ও স ্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় ২০১১ সালের নভেম্বরে ডোরস বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব ইন্জিনিয়ার মোꓽ জাকির হোসেন এর আর্থিক বিনিয়োগ, পরিচালক জনাব মোꓽ রেজাউল হাসান এবং পরিচালক জনাব শংকর দে এর শিক্ষার প্রতি অনুরাগ ও ত্যাগ মহতী উদ্যোগের ভিত্তি রচিত হয়। বিস্তারিত | আরো বিস্তারিত জানার জন্য কল করুন 01756-292250 | 1. বিজ্ঞান 2. মানবিক 3. বিজনেস স্টাডিজ বিস্তারিত |
1. এসএসসি (বিজ্ঞান) 2. এসএসসি (মানবিক) 3. এসএসসি (বিজনেস স্টাডিজ) বিস্তারিত |
আমাদের সম্মানিত শিক্ষকদের সম্পর্কে জানতে, নীচে এখানে ক্লিক করুন বিস্তারিত | আমাদের সম্মানিত কর্মীদের সম্পর্কে জানতে, নীচে এখানে ক্লিক করুন বিস্তারিত | আমাদের শিক্ষার্থীরা বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক মত বিভিন্ন কর্মকান্ডে গতিশীল প্রোগ্রাম, গণিত অলিম্পিক, বিজ্ঞান মেলা, বিএনসিসি ইত্যাদি |
t